۶ آذر ۱۴۰۳ |۲۴ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 26, 2024
ha
আরব আমিরাত

হাওজা / মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার সাথে অফিসিয়াল ও বাণিজ্যিক যোগাযোগ সম্ভব যার জন্য আরব আমিরাতের অফিস আদালত, শিল্প, কল - কারখানা ও ব্যবসায়িক কেন্দ্র ও প্রতিষ্ঠানসমূহ শুক্রবার খোলা রাখতেই হবে ?!!!

মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, বলা হয়েছে যে আন্তর্জাতিক কোম্পানি, প্রতিষ্ঠান ও বাজারের সাথে আরও বেশী সামঞ্জস্য শীল ( হামাহাং ) হওয়ার জন্য আরব আমিরাত সরকার এ সিদ্ধান্ত নিয়ে শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে।

অথচ ভৌগলিক সময় গত পার্থক্যের কারণে একই কর্মদিবসে প্রাচ্য ও পাশ্চাত্যের সাথে অফিসিয়াল যোগাযোগ সম্ভব নয় যেমন : ইরান , আরব আমিরাতের সাথে নিউ ইয়র্ক ও কানাডার সময় গত পার্থক্য প্রায় ১২ ঘন্টা । (আমিরাত) তাই ইরান ও আরব আমিরাতে সকাল ৮ টা ( অফিস আওয়ার শুরু ) তখন নিউ ইয়র্ক ও কানাডায় রাত ৮টা এবং ইরান ও আমিরাতে দুপুর আড়াইটায় যখন অফিস আওয়ার ( ওয়ার্কিং ডে ) শেষ তখন নিউ ইয়র্ক ও কানাডায় রাত আড়াই টা । তাই কিভাবে অফিসিয়াল আওয়ারে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার সাথে অফিসিয়াল ও বাণিজ্যিক যোগাযোগ সম্ভব যার জন্য আরব আমিরাতের অফিস আদালত , শিল্প , কল - কারখানা ও ব্যবসায়িক কেন্দ্র ও প্রতিষ্ঠানসমূহ শুক্রবার খোলা রাখতেই হবে ?!!! মুসলিম দেশগুলোর এ সব পাশ্চাত্য পন্থী গর্দভ উজবুক কর্মকর্তা ও কর্মচারীর ভৌগলিক জ্ঞানের স্বল্পতা , অভাব ও দৈন্যদশার কারণে ভুগোলের দর্স্ ও সবক (দেওয়া ) নেহায়েত জরুরি ও অপরিহার্য ( ওয়াজিব ও ফরয ) হয়ে গেছে বা এ সব কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত করে নতুন করে স্কুলে পাঠানো দরকার !!! কারণ এরা বোধ হয় স্কুলে ১২ বছর ধরে যে ছাই পাশ শিখেছিল ও গিলেছিল সেগুলো সব হয়তো ভুলে খেয়ে বসে আছে । নতুবা আরব আমিরাতে ২৪ ঘন্টা অফিস খোলা রাখতে হবে !! কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মত দেশ গুলোর সাথে যোগাযোগের জন্য রাত ৮ থেকে রাত আড়াইটা পর্যন্ত আমিরাতের অফিস আদালত ও প্রতিষ্ঠান সমূহ খোলা রাখতেই হবে এ কারণে যে নিউইয়র্ক ( মার্কিন যুক্তরাষ্ট্র) ও কানাডায় যখন কর্মব্যস্ত দিবসের শুরু তখন আমিরাতে রাত ৮ টা এবং মার্কিন মুলুকে ও কানাডায় যখন কর্মব্যস্ত দিবস শেষ তখন আরব আমিরাতে রাত আড়াইটা । আবার নিজের জনগণকে ( আরব আমিরাতের জনগণ ) সেবা দেওয়ার জন্য সকাল ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অফিস আদালত ও দপ্তর সমূহ খোলা রাখতে হবে। অবশ্য সাশ্রয়ের জন্য একটা কাজ করতে পারে আরব আমিরাত সরকার। আর তা হচ্ছে যে দেশটির অফিস আদালত দপ্তর ব্যবসায়িক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ সব রাত ৮ টা থেকে রাত আড়াইটা পর্যন্ত খোলা রাখবে । আর তাহলে আরব আমিরাতের সাথে মার্কিন মুলুক ও কানাডার ওয়ারকিং ডে ও ওয়ার্কিং আওয়ার সমূহের পূর্ণ মিল পাওয়া যাবে। আর আরব আমিরাতে তখন ওয়ার্কিং ডের পরিবর্তে বলতে হবে কর্মব্যস্ত রাত ( ওয়ারকিং নাইট ) !! আর দিনের বেলায় আরব আমিরাতের জনগণ ঘুমুবে , বাসায় থাকবে , বিশ্রাম নেবে !!!! দিনে আবার ভালোমতো না ঘুমালে রাতে অফিসে গিয়ে তো সবাই মুরগির মতো ঝিমুবে !!! আর না হয় এর উল্টোটাও করা যেতে পারে অর্থাৎ আরব আমিরাতে অফিস আওয়ার হবে সকাল ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর মার্কন মুলুক ও কানাডায়ও হবে ওয়ার্কিং নাইট সন্ধ্যা রাত ৮ থেকে গভীর রাত আড়াইটা পর্যন্ত যদি তা মার্কিনী ও কানাডিয়ানরা মেনে নেয় ।

পাশ্চাত্য প্রেমে হেজেমজে বিলীন হয়ে গেছে বলেই তো আরব আমিরাতের সরকার এ ধরণের ধর্মীয় সংস্কৃতি বিরোধী হঠকারিতামূলক সিদ্ধান্ত নিয়েছে !!!!

تبصرہ ارسال

You are replying to: .